News:

Please post your question in the right forum. We will answer it as soon as possible.

Main Menu

পার্সোনাল ইমেইল ডোমেইন হস্তিং

Started by আহসান, April 01, 2020, 11:44:54 AM

Previous topic - Next topic

আহসান

আমার একটি কাস্তমাইজ পার্সোনাল ইমেইল  আই ডি দরকার - ২জিবি হলেও হবে, 
১। ডোমেইন হস্তিং সহ কত খরচ হবে ?
২। বছরে কত রিনিউ চার্জ ??
পরামর্শ দিন - খরচ যত কমে হয়

DJ RONY

আপনি নেইমচিপ থেকে কিনতে পারেন। কম খরচ পড়বে।

ডোমেইন ১২ ডলারের মত আর ইমেইল হোস্টিং বছরে ১২ ডলারের মত। মানে সর্বমোট ২৪ ইউএসডি এর মত যাবে।

You are not allowed to view links. Register or Login

আর যদি গুগলের সার্ভিস নেন তবে এর থেকে বেশি পড়বে।

নিজের কোন হোস্টিং থাকলে সেখানে নতুন ডোমেইন এড করে ইমেইল খুলে নিতে পারেন। অথবা মেইল ফরওয়ার্ডিং অপশন যা সব সি-প্যানেলেই থাকে, সেখান থেকে নিজের ফ্রি জিমেইলে ইমেইল ফরওয়ার্ড করতে পারবেন।

আমি সি-প্যানেল থেকে আমার জি-মেইলে ফরওয়ার্ড করে রাখি। এরপর জি-মেইলের সেটিংস থেকে "Add as an Allies" অপশন ব্যবহার করে জিমেইলে থেকেই রিপলাই করে থাকি।

এই সিস্টেমে আপনি ফ্রি-তে ১৫ জিবি স্টোরেজ পাবেন।
I do what I love, Money Comes on the Way.