পেওনিয়ারের expedited shipping নতুন কার্ডের বা একাউন্টের জন্য প্রযোজ্য নয়। যাদের আগের একাউন্ট আছে এবং একাউন্টে ৫০ ডলার আছে তারাই মূলত এই সার্ভিস পেয়ে থাকে।
পেওনিয়ার যদি বলে থাকে কার্ড পাঠানো হয়েছে, তবে আসলেই তারা কার্ড পাঠিয়ে দিয়েছে। আমাদের পোস্টাল সিস্টেমের দুর্বলতার কারনে কার্ড মিসিং বা আসতে দেরি হয়।
আর, ৫ ডলার খরচ করে কার্ড পাওয়া যায় এটা কোথায় বলেছিলাম মনে পড়ছে না।
কার্ড ২ নাসের মধ্যেও হাতে না পেলে পেওনিয়ার কাস্টমার সার্ভিসের সাথে মেইলে বা লাইভ চ্যাটে কথা বলে নতুন কার্ডের ওর্ডার করুন।