BLOGRON BLOGRON COMMUNITY

Author Topic: পার্সোনাল ইমেইল ডোমেইন হস্তিং  (Read 3573 times)

আহসান

  • Newbie
  • *
  • Posts: 1
  • Popularity: +0/-0
    • View Profile
আমার একটি কাস্তমাইজ পার্সোনাল ইমেইল  আই ডি দরকার - ২জিবি হলেও হবে, 
১। ডোমেইন হস্তিং সহ কত খরচ হবে ?
২। বছরে কত রিনিউ চার্জ ??
পরামর্শ দিন - খরচ যত কমে হয়

delwar

  • Delwar Jahan
  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 115
  • Popularity: +20/-5
  • I am the Moderator Bitch!
    • View Profile
    • BLOGRON
আপনি নেইমচিপ থেকে কিনতে পারেন। কম খরচ পড়বে।

ডোমেইন ১২ ডলারের মত আর ইমেইল হোস্টিং বছরে ১২ ডলারের মত। মানে সর্বমোট ২৪ ইউএসডি এর মত যাবে।

https://www.namecheap.com/hosting/email/

আর যদি গুগলের সার্ভিস নেন তবে এর থেকে বেশি পড়বে।

নিজের কোন হোস্টিং থাকলে সেখানে নতুন ডোমেইন এড করে ইমেইল খুলে নিতে পারেন। অথবা মেইল ফরওয়ার্ডিং অপশন যা সব সি-প্যানেলেই থাকে, সেখান থেকে নিজের ফ্রি জিমেইলে ইমেইল ফরওয়ার্ড করতে পারবেন।

আমি সি-প্যানেল থেকে আমার জি-মেইলে ফরওয়ার্ড করে রাখি। এরপর জি-মেইলের সেটিংস থেকে "Add as an Allies" অপশন ব্যবহার করে জিমেইলে থেকেই রিপলাই করে থাকি।

এই সিস্টেমে আপনি ফ্রি-তে ১৫ জিবি স্টোরেজ পাবেন।
I do what I love, Money Comes on the Way.

BLOGRON COMMUNITY