BLOGRON COMMUNITY

Lobby => Ask Anything => Topic started by: Rafi on August 30, 2016, 06:59:23 PM

Title: Some question about Payoneer
Post by: Rafi on August 30, 2016, 06:59:23 PM
আমি আমার payoneer একাউন্টে mastercard টা অ্যাড করলাম । এখন আমার কোয়েশ্চেন হোলো,
1.কেউ যদি আমার একাউন্টে ফান্ড পাঠায় সেটা কি অটোমেটিক কার্ডে ট্রান্সফার হবে নাকি ম্যানুয়ালি ট্রান্সফার করতে হবে !??
2. payoneer এর কার্ড দিয়ে কি DBBL এর বুথ থেকে টাকা উঠানো যাবে??
3. কেউ যখন কার্ডে ফান্ড হিসেবে ডলার পাঠাবে, বাংলাদেশের যেকোনো বুথ থেকে ট্রান্সজ্যাকশনের সময় কি ডলার অটোমেটিক টাকায় কনভার্ট হয়ে যাবে??
Title: Re: Some question about Payoneer
Post by: DJ RONY on August 31, 2016, 05:37:52 AM
০১. পেওনিয়ার একাউন্টের টাকা কার্ডেই থাকবে। আলাদা ভাবে ট্রান্সফার করতে হয় না।
০২. আপাতত DBBL এর বুথ থেকে টাকা উঠানো যাচ্ছে না। সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক ইত্যাদি ব্যবহার করুন।
০৩. জ্বী। আপনি ব্যলান্স টাকাতেই তুলতে পারবেন।